অল্পের জন্য বেঁচে গেলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অল্পের জন্য বেঁচে গেলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন। তিনি গণঅধিকার পরিষদের মুখপাত্র।
ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের পার্বতীপুর আমবাড়ী হাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে মহাসড়কের আমবাড়ী হাট এলাকায় হেলটেক্স পরিবহণের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
গণঅধিকার পরিষদের মুখপাত্র আহত ফারুক হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল ও কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফারুক হোসেন ফেসবুক লাইভে এসে বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন।
আমবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালানে হয়। বড় ধরনের হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আহত রয়েছে ১৫ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
