প্রাইভেট পড়তে মাদ্রাসায় এসে কক্ষে দেখল ছাত্রলীগ নেতার লাশ
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মো. বেলাল মাতবরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই মাদ্রাসার কর্মচারী বলে জানা গেছে।
রোববার সকালে এক ছাত্র মাদ্রাসায় পড়তে এসে একটি কক্ষের মধ্যে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, মৃত বেলাল মাতবর মাদারবিনায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় শাহ আলম মাতবরের ছেলে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিজ বাড়িতে রাত কাটাতেন না। তিনি প্রায়ই বিভিন্ন জায়গায় গিয়ে রাতযাপন করতেন। এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে মাদ্রাসার একটি কক্ষে থাকতেন। তিনি ওই মাদ্রাসার কর্মচারী হওয়ায় তার কাছে কক্ষের চাবি থাকত। শনিবার দিবাগত রাতে তিনি মাদ্রাসার একটি কক্ষে ঘুমাতে যান এবং পাশের একটি ভাঙা টিনের কক্ষে তার লাশ পাওয়া যায়।
সদর থানার এসআই শিশির জানান, বেল্লালের মুখে ও নাক দিয়ে রক্ত ঝরছে। রোববার সকালে ওই মাদ্রাসার ছাত্র কাওসার প্রাইভেট পড়তে এসে বেল্লালকে একটি কক্ষে পড়ে থাকতে দেখতে পায়। বেল্লালের পরিবারের সদস্যদের জানালে তারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করে।
গ্রামবাসীর ধারণা, কেউ তাকে হত্যার পর সেখানেই ফেলে যেতে পারে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও এসআই শিশির যুগান্তরকে জানান।
