|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাগমারায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার ভবানীগঞ্জ-শিকদারী সড়কের গোয়ালকান্দির রামরামা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খৈয়াম বেগম (৩৫) এবং একই গ্রামের মৃত সোবহানের ছেলে শহিদুল ইসলাম (৫০)।
আহতদের মধ্যে চেউখালী গ্রামের ভ্যানচালক আক্কাস আলী (৫০), নিহত খৈয়ম বেগমের ছোট ছেলে ফখরুল ইসলাম (৫) এবং সমষপাড়ার করিমের স্ত্রী পিয়ারি বেগমকে (৬০) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত খৈয়ম বেগম তার বাবার বাড়ি পুঠিয়ার পচামাড়িয়া থেকে দুই সন্তানকে নিয়ে ভ্যানে করে স্বামীর বাড়ি চেউখালী ফিরছিলেন। অন্যদিকে নিহত শহিদুল তাহেরপুর সেতু এলাকা থেকে একই ভ্যানে উঠে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জব্বার সরকারের বাড়ির সামনে সামনে থেকে আসা একটি ট্রাক রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খৈয়াম বেগম এবং হাসপাতালে নেওয়ার পথে শহিদুল মারা যান।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল রানা জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি শনাক্তের জন্য পুলিশ চেষ্টা করছে।
