Logo
Logo
×

সারাদেশ

‘দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই’— চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম

‘দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই’— চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঋণের দায়ে নান্না ফরাজী (৫৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। তাতে লেখা- ‘দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই’।

তথ্যটি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম।

নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা।

বিষপানের আগে চিরকুটে লিখে যান, ‘আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য  ফ্যামিলির কোনো লোক দায়ী না। আমি মেলা টাকা দেনা, দেওয়ার মতন কোনো পথ নাই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই। কোনো ভাই বন্ধু মাফ করতে পারলে মাফ করবেন। আমার লাশের পোস্টমর্টেম করবেন না।’

মৃতের বড় ভাই তোফায়েল ফরাজী জানান, আমার ভাই সুপারির ব্যবসা করত। এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ভোররাতে বিষপান করেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর পঞ্চায়েত বলেন, ঋণের চাপে মাঝে মধ্যে তাকে হতাশাগ্রস্ত দেখা যেত। সকালে শুনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম বলেন, ঋণের কিস্তি দিতে না পেরে তিনি চিন্তিত ছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম