Logo
Logo
×

সারাদেশ

যমুনায় বালুঘাটে এক শ্রমিক নিখোঁজ

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম

যমুনায় বালুঘাটে এক শ্রমিক নিখোঁজ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালুঘাটে  আশরাফুল ইসলাম (১৭) নামে এক শ্রমিক বালু নামাতে গিয়ে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার সারটিয়া গ্রামের নজর আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর বাগানবাড়ী এলাকায় যমুনা নদীতে বাল্কহেড থেকে বালু নামানোর সময় আশরাফুল পা পিছলে নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালালেও ব্যর্থ হন। 

পরে খবর দিলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তল্লাশি চালিয়ে আশরাফুলকে উদ্ধার করতে পারেনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান বলেন, যমুনায় প্রচণ্ড স্রোত থাকায় আমাদের উদ্ধার অভিযান সফলভাবে চালাতে পারিনি। পরে আমরা দুপুরে অভিযান শেষ করেছি। 

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, আমাদের একটি দল সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম