Logo
Logo
×

সারাদেশ

বরকে পাশের ঘরে রেখে ফাঁস দিলেন নববধূ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৩৬ পিএম

বরকে পাশের ঘরে রেখে ফাঁস দিলেন নববধূ

দিনাজপুরের ঘোড়াঘাটে নানার বাড়িতে বরকে পাশের ঘরে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুমনা আক্তার (১৯) নামের এক নববধূ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুমনা আক্তার একই উপজেলার চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। ছোটবেলা থেকেই সে তার নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।

১৮ আগস্ট সুমনার সঙ্গে পার্শ্ববর্তী চৌরিয়া গ্রামের আব্দুস সোবহানের বিয়ে হয়। জামাই আব্দুস সোবহান পেশায় একজন কৃষক। বিয়ের পর স্বামীর বাড়িতেই ছিলেন সুমনা।

বিয়ের ৯ দিন পর মঙ্গলবার নানার বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন সুমনা। রাতে যখন সবাই টিভি দেখছিলেন, তখন সুমনা সবার অজান্তে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন তাকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, সুমনার বাবা-মা দুজনে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাই ছোটবেলা থেকেই তিনি তার নানা-নানির কাছে থাকতেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম