পুঠিয়ায় পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর পুঠিয়ায় কৃষ্ণপুরে রাতের আঁধারে কৃষকের বাগানের পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, এটা একটা অমানবিক কাজ। এ জমির যে অবস্থা তাতে একজন কৃষকের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো ক্ষতি হয়েছে। এক-দুই মাসের মধ্যে কলাগুলো বাজারজাত করার মতো হয়ে যেত।
যারা এসব কাজ করেছে তারা সমাজের শত্রু এবং দেশের শত্রু। আমরা বিভিন্ন সময় শুনে এসেছি যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব ধরনের অপরাধকারীদের ধরা সম্ভব হয়। আমরা চাই, যারা এ ধরনের কাজ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
ক্ষতিগ্রস্ত কৃষক হাসিবুল হোসেন বলেন, বুধবার সকালে আমাকে একজন ফোন করে জানান- আমার বাগানের কলাগাছ কেটেছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কয়টা গাছ কেটেছে। তিনি বলেন- পুরা বাগানটাই কেটে ফেলেছে।
এ খবর শুনে আমি দ্রুত কলাবাগানে এসে দেখি, রাতের আঁধারে পাঁচ শতাধিকের বেশি কলাগাছ কেটেছে দুর্বৃত্তকারীরা। এমন অবস্থা দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম।
সেই সময় অনেক মানুষ ছিল। গ্রামে কারো সঙ্গে আমার খারাপ সম্পর্ক নেই। তবে জমি থাকলে মানুষের সঙ্গে দু-এক কথা হতেই পারে। তবে কারো সঙ্গে আমাদের মারামারি বা এ ধরনের কোনো বিরোধ নেই। তবে আমি থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আমি আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, বুধবার সকালে কলাগাছ কাটার বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
