Logo
Logo
×

সারাদেশ

ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১১:২৭ পিএম

ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর খন্দকার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী গৃহবধূ। সাগর উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় চিনাখড়া বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী।

জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ও সাগর খন্দকার দুজন ঘনিষ্ঠ বন্ধু। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে নিয়মিত যাতায়াতের একপর্যায়ে ওই গৃহবধূর প্রতি কুদৃষ্টি পড়ে সাগরের। গত ৩ বছর আগে ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়া পাড়ি জমায়। এ সুযোগে ২৭ আগস্ট ভোরে বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে সাগর ওই বন্ধুর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করে।

এলাকাবাসী জানায়, পরকীয়া প্রেমের সূত্র ধরে এদিন ভোরে ওই গৃহবধূর ঘরে সাগর ঢুকলে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। পরে প্রভাবশালী একটি মহল আইনগত পদক্ষেপ গ্রহণে বাধা প্রদান করে অনৈতিক সুবিধা আদায় করে স্থানীয় সালিশের মাধ্যমে সাগরকে তার পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় ওই গৃহবধূকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত সাগর খন্দকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওসি মজিবর রহমান বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম