১৩ বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার পরিণতি
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ১৩ বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়ায় বাবা সোলেমান খানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় শিশুর স্বামী আলম ফকিরকেও গ্রেফতার করা হয়।
শনিবার রাতে শ্রীনগর উপজেলার আরধীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, বিগত কয়েক বছর ধরে মেয়ের বাবা সুলাইমান খানের সঙ্গে তার মায়ের পারিবারিক কলহ চলে আসছিল। এ কারণে মেয়ে ও তার মা তাদের নানা বাড়ি শ্রীনগর উপজেলার বাসাইলভোগে গ্রামে বসবাস করে আসছিল। গত ২২ আগস্ট মেয়ের বাবা সোলেমান খান কৌশলে তার মেয়েকে নিজ বাড়ি আরধিপাড়া গ্রামে নিয়ে আসেন। ওই রাতেই তার ১৩ বছরের মেয়েকে জোরপূর্বক বাড়ির পাশের দানেশ ফকিরের ছেলে আলম ফকিরের সঙ্গে বিয়ে দেন।
মেয়ের মা নুপুর বেগম জানান, তাকে না জানিয়ে তার স্বামী ১৩ বছরের নাবালিকা মেয়েকে জোরপূর্বক বিয়ে দেয়। গত ৫ দিন আগে মেয়ের অসুস্থতার খবর জানতে পেয়ে স্বামীর বাড়ি থেকে ডাক্তার দেখানো কথা বলে মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসি। বর্তমানে আমার মেয়ে খুবই অসুস্থ।
শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, মেয়ের মা নুপুর বেগম অভিযোগ দিলে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী আলম ফকির ও সহযোগিতার অভিযোগে মেয়ের বাবা সোলেমান খানকে গ্রেফতার করি। এ ঘটনায় মেয়ের সৎমাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
