লালপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৭ জনকে শোকজ
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরে লালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অনুপস্থিত থাকায় উপজেলার গোপালপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৭ জনকে শোকজ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার রাতে পাঠানো এ শোকজ নোটিশে আগামী তিনদিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঙ্গে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ করে জবাব দিতে বলা হয়েছে।
শোকজ প্রাপ্তদের মধ্যে রয়েছেন- উপজেলার গোপালপুর পৌরসভার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মিজানুর রহমান, খোরশেদ আলম পিটার, মতিউর রহমান মতিন, আব্দুল জলিল, রাশেদ আলী।
