Logo
Logo
×

সারাদেশ

খেলতে খেলতে নিখোঁজ, পুকুরে মিলল দুই শিশুর লাশ

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

খেলতে খেলতে নিখোঁজ, পুকুরে মিলল দুই শিশুর লাশ

নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খেলতে খেলতে তারা নিখোঁজ হয়। পরে পুকুরে নেমে দুই শিশুর লাশ উদ্ধার করেছেন গ্রামবাসী।

সোমবার দুপুরে উপজেলার সফাপুর ইউপির বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- বিনোদপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আরাফাত হোসেন (৬) ও সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে নাঈম হোসেন (৪)। 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে গ্রামের আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করছিল আরাফাত ও নাঈম। একপর্যায়ে বাচ্চা দুটিকে দেখতে না পেয়ে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশু দুটিকে ভেসে থাকতে দেখা যায়। পরে গ্রামবাসী পুকুরে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।

মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম