Logo
Logo
×

সারাদেশ

কসবায় মাটির নিচ থেকে মর্টার সেল উদ্ধার

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

কসবায় মাটির নিচ থেকে মর্টার সেল উদ্ধার

ছবি: মাটির নিচ থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টার সেল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতুয়ামুড়া দক্ষিণপাড়া কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। রাতে মর্টার সেলটি উদ্ধার করে কসবা থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনায় মাটি কাটার সময় হঠাৎ মর্টার সেলটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, উদ্ধারকৃত মর্টার সেলটির ওজন প্রায় ৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার সেলটি প্রাথমিকভাবে থানায় পানিতে নিমজ্জিত করে রাখা হয়েছে। পরে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন, কিউ অ্যান্ড অর্ডন্যান্স শাখা, কুমিল্লা সেনানিবাসের মাধ্যমে ধ্বংসের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত মর্টার সেল হতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম