ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ফরিদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডেমরার চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানা, তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)।
জানা গেছে, মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের আত্মীয় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে ফিরছিলেন সোহেল রানা। এ সময় ডেমরার চকচকিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই আউলিয়া খাতুন ও তার মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। গুরুতর আহত সোহেল রানাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়।
ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মৃতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
