Logo
Logo
×

সারাদেশ

ভান্ডারিয়ায় সওজের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

ভান্ডারিয়ায় সওজের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মালিকানাধীন জায়গা দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।   

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত বাসস্ট্যান্ড সংলগ্ন সিকদার বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

অভিযানে ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক সড়কের দুই পাশের সওজের জমিতে নির্মিত বেশ কয়েকটি টিনশেড ঘর, দোকানপাট ও অন্যান্য কাঠামো ভাঙচুর করে করে অপসারণ করা হয়।  

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার জানান, সড়কের পাশে এসব অবৈধ স্থাপনার কারণে পথচারী ও যানবাহনের চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছিল। এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। জনস্বার্থে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযান চলবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সঠিক সময়ে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। আগে চলাফেরা করতে কষ্ট হতো, এখন হয়তো কিছুটা স্বস্তি ফিরবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম