বেপরোয়া গতির সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পৌর এলাকার সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ আলীর ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার কৌরি ঝিটকা গ্রামের মৃত শেরজন আলী মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।
এ ঘটনায় সিএনজিতে থাকা আহত অপর যাত্রীরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) ও পাবনা জেলার সাথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে শাহজাহান (৬০)।
স্থানীয়রা জানান, হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা এসে সিএনজিতে থাকা ৪ জনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। অপর ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
