Logo
Logo
×

সারাদেশ

গোদাগাড়ীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, পালটাপালটি মামলায় আসামি ১৪৬

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

গোদাগাড়ীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, পালটাপালটি মামলায় আসামি ১৪৬

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পালটাপালটি মামলা হয়েছে। দুই মামলায় আসামির সংখ্যা ১৪৬ জন। আসামিরা সবাই গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী নেতাকর্মী।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২ সেপ্টেম্বর দুই গ্রুপের মধ্যে পালটাপালটি কর্মসূচি নেওয়াকে কেন্দ্র করে গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। ফলে কোনো পক্ষই দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে পারেনি।

এদিকে সংঘর্ষের তিন দিন পরও এলাকায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী কিছুদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন। দলীয় নেতাকর্মীরা এসব মনোনয়ন প্রত্যাশীর পক্ষে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মাঠে কাজ করছেন। একপক্ষ কোথায় গণসংযোগের কর্মসূচি দিলে অপরপক্ষ পরের দিন একই স্থানে পালটা কর্মসূচি পালন করেন। পরস্পরের পোস্টার তুলে ফেলার ঘটনাও ঘটছে মাঝে মাঝে। এসব নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনার আবহ আগে থেকেই ছিল।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বিকালে এক মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা ডাইংপাড়া মোড়ের ওপর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য মঞ্চ তৈরির কাজ করছিল। পরের দিন ৩ সেপ্টেম্বর বিকালে সেখানে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল করার কথা ছিল সেখানে। এ লক্ষ্যে গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের যৌথ আবেদনে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়।

বিএনপি কর্মী তাজমিলুর রহমান অভিযোগে বলেন, পরের দিনের দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির জন্য আমরা ২ সেপ্টেম্বর বিকালে মঞ্চ তৈরির কাজ করছিলাম। এ সময় কতিপয় দুর্বৃত্ত লোহার রড ও ধারাল অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমিসহ আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আমি বাদী হয়ে নামীয় ২৬ ও অজ্ঞাত ৪৪ জনসহ মোট ৭০ জনের নামে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেছি।

জানা গেছে, তাজমিলুর রহমানের দায়ের করা মামলার সব আসামি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তবে মামলার আসামি কোন নেতাকর্মীর দলীয় পদ পদবি উল্লেখ করা হয়নি।

অন্যদিকে ঘটনার দিন ২ সেপ্টেম্বর রাতে উপজেলা ছাত্রদলের সভাপতি বেদার উদ্দিন বিদ্যুৎ বাদী হয়ে নামীয় ৩৬ জন ও অজ্ঞাত ৪০ জনসহ মোট ৭৬ জনের নামে গোদাগাড়ী থানায় মামলা করেন। এ মামলার সব আসামি বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

মামলার বাদী ছাত্রদল নেতা বিদ্যুতের অভিযোগ, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে ২ সেপ্টেম্বর বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কাজ করছিলাম। প্রতিপক্ষের দুর্বৃত্তরা অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে আমাদের অনেক দলীয় নেতাকর্মীকে আহত করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেছি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান,  দুইপক্ষই পরস্পরের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম