Logo
Logo
×

সারাদেশ

বোয়ালমারী ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ ৭৭ জনের নামে মামলা

গ্রেফতার দুই

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

বোয়ালমারী ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ ৭৭ জনের নামে মামলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ সংগঠনের ৭৭ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ছাত্রলীগ ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাতনামা আসামি রয়েছে।

মামলার এক নম্বর আসামি মৎস্যজীবী লীগ নেতা গফফার বিশ্বাস (৩৯) ও ২ নম্বর আসামি যুবলীগ নেতা রকিবুল ইসলাম রকিবকে (৩৬) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত গভীর রাতে বোয়ালমারী পৌরসদরের ওয়াপদা মোড়, ডাকবাংলোর সামনে ও মহিলা কলেজের মোড়সহ বেশ কয়েকটি স্থানে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লিখে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রঙিন ফেস্টুন ও ব্যানার লাগানো হয়। ব্যানারের নিচে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকির নাম দেওয়া হয় এবং ওই ব্যানার ও ফেস্টুন লাগানোর একটি ভিডিও ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকিসহ কয়েকজন ছাত্রলীগ নেতার ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরদিন সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ব্যানার ও ফেস্টুনগুলো স্থানীয় লোকজন ও প্রশাসনের নজরে আসে। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বর্তমান সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং ও ব্যানার ফেস্টুন এলাকায় লাগিয়ে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে এ ঘটনার ৪ দিন পর বোয়ালমারী থানা পুলিশ বাদী হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭ জনকে আসামি করে মামলা করেন।

মামলার ১ নম্বর আসামি পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের বাসিন্দা গফফার বিশ্বাস ও ২ নম্বর আসামি পৌর যুবলীগের সদস্য পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রকিব। এছাড়াও মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল আলীকে ৩ নম্বর এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকিকে ৪ নম্বর আসামি করা হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) শামীম দেওয়ান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এর সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং ও পোস্টার ব্যানার টানানো সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে পড়ে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম