Logo
Logo
×

সারাদেশ

দুই দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ স্কুলছাত্রীর

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

দুই দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ স্কুলছাত্রীর

নিখোঁজ স্কুলছাত্রী মমতা আক্তার মিম। ছবি: সংগৃহীত

নিখোঁজের দুই দিন পার হলেও এখন পর্যন্ত পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী মমতা আক্তার মিমের সন্ধান মিলেনি। তার সন্ধান পেতে পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন হয়ে আছেন।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মিমি শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয়।

বুধবার উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মিমের বাবা মিনহাজুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লতা খাতুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিমের বাবা জানান, তার মেয়ে প্রতিদিনের মতো সেদিনও তার বিদ্যালয়ের শিক্ষক লতার কাছে প্রাইভেট পড়তে যান। সেখানে প্রাইভেট শেষ করে বিদ্যালয়ে যাওয়ার পথে তার এক আত্মীয়ের বাড়িতে নাস্তা করে এবং বিদ্যালয়ে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হয়। এরপর থেকেই মিম নিখোঁজ রয়েছে।

পাড়া-পড়শি আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ নিয়ে তার পরিবার অজানা আতংকে দিন কাটাচ্ছে।

মিমের সহপাঠীরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লতা খাতুন জানান, মিম লেখাপড়ায় বেশ ভালো ও শান্ত স্বভাবের ছিল। বিদ্যালয়ে কখনো কারো সঙ্গে তার ঝগড়া বিবাদ হতো না। তার এমন রহস্যময় নিখোঁজের ঘটনায় গোটা স্কুলপাড়ায় নীরবতা নেমে এসেছে।

শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানার ওসি হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, শিশু শিক্ষার্থীটিকে উদ্ধারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম