বাবার সঙ্গে খেলা দেখতে এসে প্রাণ গেল শিশুর
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিংড়ায় বাবার সঙ্গে ফুটবল খেলা দেখতে এসে পানিতে ডুবে নাবিল হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা নাটোরের সিংড়া পৌর শহরের নিঙ্গইন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
মৃত নাবিল শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের ভ্যানচালক আলম হোসেনের ছেলে।
জানা যায়, শিশু নাবিল হোসেন প্রতিদিনের মতো শুক্রবার সকালে তার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হয়। শিশুটিকে নিঙ্গইন এলাকায় একটি দোকানে রেখে বাবা ভ্যান চালাতে যান। এ সময় শিশুটি পাশের বিলের পানিতে ডুবে যায়।
ওসি মমিনুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
