পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
শনিবার (৬ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিএএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সারা বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকরি ছুটি ঘোষণা করেছে সরকার। এই কারণে বন্দরের সকল পর্যায়ের অংশীজনদের নিয়ে একটি সভা আয়োজন করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আজ হিলি স্থলবন্দরে সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কাল রোববার (৭ সেপ্টেম্বর) থেকে পুনরায় শুরু হবে বন্দরের কার্যক্রম।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমরা সকল প্রকার পাসপোর্ট যাচাইপূর্বক দুই দেশের মধ্যে ভ্রমনে সহযোগীতা করছি।
