Logo
Logo
×

সারাদেশ

রাতে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া, সকালে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

Icon

দুমকি দ. (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

রাতে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া, সকালে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় আফসানা ইসরাত বীথি (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।  জানা গেছে, রাতে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে তার ঝগড়া হয়েছিল।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত বীথি সৌদি প্রবাসী সৈয়দ নাহিদ ইসলামের (২৮) স্ত্রী।

পরিবারের দাবি, স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার জের ধরে বীথি আত্মহত্যা করেছেন। ভোরে তার ছোট ভাই ঘরে ঢুকে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের সহায়তায় লাশ নামায়। প্রায় সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়। দম্পতির আড়াই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম