Logo
Logo
×

অন্যান্য

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৯:৪২ পিএম

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭০৫টি নমুনা পরীক্ষা করে ১৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ, যা আগের দিন ৭ দশমিক ১৩ শতাংশ ছিল। 

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ১৩২ জনে। মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫৫ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৭ জন করোনা রোগীর সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭ হাজার ২৩৮ জন। 

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৫৮ জনই ঢাকার। এছাড়া খুলনায় ৩ জন, চট্টগ্রাম ও কক্সবাজারে ২ জন করে এবং পাবনায় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

করোনা মৃত্যু শনাক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম