Logo
Logo
×

কোভিড-১৯

একদিনে করোনা শনাক্ত ১৫৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৯:১৪ পিএম

একদিনে করোনা শনাক্ত ১৫৩

এক দিনে আরও ১৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬৪৭টি নমুনা পরীক্ষা করে ওই ১৫৩ রোগী শনাক্ত হয়। এতে দিনে শনাক্তের হার হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ;যেখানে আগের দিনে এই হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ। 

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪১ হাজার ৬২৩ জন। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৫৭ জন রয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ৭৬ জন করোনা রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭ হাজার ৪৫২ জন। গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৪৩ জনই ঢাকার। 

এর বাইরে দিনাজপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ২ জন করে এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশালে একজন করে রোগী শনাক্ত হয়েছে।

একদিন করোনা শনাক্ত ১৫৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম