Logo
Logo
×

ক্রিকেট

‘ক্রিকেট ফর অল’ এর আগে জরুরি হলো ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা: তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

‘ক্রিকেট ফর অল’ এর আগে জরুরি হলো ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা: তামিম

জাহানারা আলম ও তামিম ইকবাল

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন বাংলাদেশ নারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। এর পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশা ও শঙ্কা প্রকাশ করেছেন সাবেক এই টাইগার ওপেনার।

রোববার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম জানান, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা আশাব্যঞ্জক। তবে এখনও কিছু কিছু শঙ্কা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পক্ষ থেকে কোনো কমিটি গঠন করা হয়নি বা উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘যারা অভিযুক্ত হয়েছেন, তাদের অনেকেই বিসিবির উঁচু পদে রয়েছেন, তাই বিসিবির তদন্ত কমিটির উপর সংশয় রয়েছে।’

পাশাপাশি সরকারের নীরবতাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে তামিম লিখেন, ‘দেশের ক্রিকেটে এই ঘটনা নিয়ে তোলপাড় হলেও সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমি আগের মত আবারও দাবি করছি, দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক, যাতে বিসিবির কেউ না থাকে। কমিটিতে নারী অধিকার, যৌন হয়রানিমূলক অপরাধ, এবং মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে জ্ঞানী বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন। যদি আমরা এই বিষয়টির সঠিক সমাধান না করি, তবে শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো দেশের নারীদের কাছে অপরাধী হয়ে থাকব।’

আরও পড়ুন
রোববার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম জানান, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা আশাব্যঞ্জক। তবে এখনও কিছু কিছু শঙ্কা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পক্ষ থেকে কোনো কমিটি গঠন করা হয়নি বা উদ্যোগ নেওয়া হয়নি।’আরও পড়ুন

‘স্যার আমাকে বাঁচান’— ১৩ পৃষ্ঠার আবেদনে বলেছিলেন জাহানারা

‘স্যার আমাকে বাঁচান’— ১৩ পৃষ্ঠার আবেদনে বলেছিলেন জাহানারা

তিনি আরও বলেন, ‘যারা এই সাহসিকতা দেখিয়ে মুখ খুলেছেন, তাদের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি। যারা এখনও সংকোচে আছেন, তাদের বলছি, কখনো দেরি নয়। আওয়াজ তুলুন, আমরা আপনাদের পাশে আছি।’

সবশেষে তামিম বলেন, ‘বিসিবিতে এখন একটা স্লোগান চলছে—ক্রিকেট ফর অল। কিন্তু আমি মনে করি, এর আগে জরুরি হচ্ছে সেফটি ফর অল নিশ্চিত করা। দেশের সব খেলাই আমাদের গর্ব, আমাদের সম্মান, এবং আমাদের দায়িত্ব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম