|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার সেই আলোচনায় ঘি ঢেলেছে অভিনেত্রী ফারজানা চুমকির একটি মন্তব্য।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সহকর্মীদের ফটোশুট ও পোশাক নিয়ে খোলামেলা কথা বলেন চুমকি। তার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে বিকৃতভাবে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন অভিনেত্রী। শেষে বাধ্য হয়ে ফেসবুকে কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শারীরিক পরিবর্তন ও ফটোশুট না করা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফারজানা চুমকি রুনা খানের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, রুনা খানের বিষয়টি আলাদা। উনি খুব ডেডিকেটেড ছিলেন। ওনার লক্ষ্যই ছিল ওজন কমানো, নিজেকে ফিট করা এবং ফটোশুট করা। আমার মধ্যে সেই রকম চেষ্টা ছিল না।
রুনা খানেকে নিয়ে তিনি আরও বলেন, আমি রুনা খানের ওপর ঈর্ষান্বিত নই। তবে কিছু ছবি দেখলে মনে হয়; এগুলো না করলেও পারতেন। আমি ওনার অভিনয়ের বড় ভক্ত।
অন্যদিকে জয়া আহসান প্রসঙ্গে চুমকি বলেন, জয়া আপার অনেক ছবি খুব সুন্দর লাগে, আবার কিছু ছবি দেখে ভালো লাগে না। আমরা জয়া আপাকে সাধারণত শালীন একটি ইমেজে দেখে অভ্যস্ত। তাই হঠাৎ কিছু ভিন্নধর্মী ছবি দেখলে সেটি আমাদের কাছে একটু ধাক্কার মতো লাগে।
সামাজিক মাধ্যমে তার বক্তব্য ভাইরাল হওয়ার পর ফেসবুকে চুমকি লিখেন, ‘আমি কাউকে নিয়ে এভাবে কথা বলিনি। জয়া আপা আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। রুনা আমার ছোট বোনের মতো, ওর অভিনয়ের ভক্ত আমি। কাউকে আমি ছোট করে কথা বলিনি। আপনারা কেন এভাবে লেখেন? আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
