Logo
Logo
×

সুস্থ থাকুন

ডেঙ্গু জ্বর কখন প্রাণঘাতী

Icon

অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু জ্বর কখন প্রাণঘাতী

ডেঙ্গু। ফাইল ছবি

এ বছর দীর্ঘস্থায়ী বর্ষা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এডিসি ইজিপ্টি মশার প্রজনন বেড়ে গেছে। শহর ও গ্রাম উভয় এলাকায়ই অপরিচ্ছন্ন পরিবেশ, জমে থাকা পানি এবং মশা নিধনে পর্যাপ্ত পদক্ষেপের অভাব ডেঙ্গু সংক্রমণকে আরও ত্বরান্বিত করেছে। ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও হাড়জোড়ের ব্যথা দেখা দেয়।

অনেক রোগীর ক্ষেত্রে কয়েকদিন পরই দেখা দেয় বিপজ্জনক রূপ সিভিয়ার ডেঙ্গু বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার যেখানে রক্তক্ষরণ ও শক সিন্ড্রোম হতে পারে। ‘প্রথম সংক্রমণ নয়, দ্বিতীয় সংক্রমণই অধিক প্রাণঘাতী’। জ্বরের সময় প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক বা জ্বরের ওষুধ (যেমন আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক) ব্যবহার করা বিপজ্জনক।

পাশাপাশি পর্যাপ্ত পানি, ওরস্যালাইন গ্রহণ এবং নিয়মিত রক্ত পরীক্ষা (সিবিসি, হেমাটোক্রিট, প্লেটলেট কাউন্ট) অপরিহার্য। ঘর ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, ড্রাম, বালতি, পুরোনো টায়ার ইত্যাদি শুকনো রাখতে হবে। দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে। শিশু ও বয়স্কদের বিশেষভাবে সুরক্ষা দিতে হবে।

লেখক : বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, শ্যামলী, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম