Logo
Logo
×

সুস্থ থাকুন

সুস্থ জীবনের জন্য পুনর্বাসন জরুরি

Icon

ডা. তাহমীদ কামাল

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুস্থ জীবনের জন্য পুনর্বাসন জরুরি

জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালিত হয়েছে ১৩ নভেম্বর। ছবি: সংগৃহীত

জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালিত হয়েছে ১৩ নভেম্বর। এ দিনটি প্রতি বছর পালন করা হয় শারীরিক প্রতিবন্ধিতা, ব্যথা নিয়ন্ত্রণ ও কার্যক্ষমতা পুনরুদ্ধারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ‘ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন’ বা ‘পুনর্বাসন চিকিৎসা’ একটি গুরুত্বপূর্ণ শাখা, যার মূল লক্ষ্য রোগীকে শুধু বাঁচিয়ে রাখা নয়, তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

* ফিজিক্যাল মেডিসিন কী

ফিজিক্যাল মেডিসিন এমন এক চিকিৎসা শাখা, যা ব্যথা, পেশি বা স্নায়ুজনিত সমস্যা, জয়েন্টের বিকলতা, স্পাইনাল ইনজুরি, স্ট্রোক, আর্থ্রাইটিস, স্পোর্টস ইনজুরি ও অন্যান্য শারীরিক অক্ষমতা নিরাময় ও নিয়ন্ত্রণে কাজ করে। এ চিকিৎসাশাস্ত্রে ওষুধের পাশাপাশি ব্যবহার করা হয় ফিজিওথেরাপি, এক্সারসাইজ থেরাপি, ইলেকট্রোথেরাপি, ইনজেকশন থেরাপি, ব্রেসিং, স্পিলন্টিং ও আধুনিক পুনর্বাসন প্রযুক্তি। 

* পুনর্বাসনের মূল লক্ষ্য

একজন রোগী যখন স্ট্রোক, দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত হন, তখন শুধু শারীরিক চিকিৎসাই নয়, মানসিক পুনর্গঠন ও সামাজিকভাবে পুনঃস্থাপনও জরুরি। ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা (সাইসিয়াট্রিস্ট) চিকিৎসা দেন এমনভাবে, যাতে রোগী নিজেকে আবার স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন-হাঁটতে, কাজ করতে, খেলতে ও সমাজে অবদান রাখতে পারেন।

* বাংলাদেশে ফিজিক্যাল মেডিসিনের যাত্রা

বাংলাদেশে এ চিকিৎসা শাখার সূচনা হয় স্বাধীনতার পরপরই। বর্তমানে দেশের প্রায় সব মেডিক্যাল কলেজে ফিজিক্যাল মেডিসিন বিভাগ রয়েছে।

বাংলাদেশ ফিজিক্যাল মেডিসিন সোসাইটি দীর্ঘদিন ধরে এ শাখার প্রসার, গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

* আধুনিক সময়ের গুরুত্ব

বর্তমানে সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, ডায়াবেটিক নিউরোপ্যাথি, আর্থ্রাইটিস, স্পোর্টস ইনজুরি এবং বয়স্ক জনগোষ্ঠীর শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ার ফলে পুনর্বাসন চিকিৎসার প্রয়োজন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে-‘Every person with disability has the right to rehabilitation.’ অর্থাৎ, পুনর্বাসন এখন আর বিলাসিতা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।

* ফিজিক্যাল মেডিসিনের ভবিষ্যৎ

বাংলাদেশে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞদের অবদান দিন দিন বাড়ছে। শুধু হাসপাতাল নয়, কমিউনিটি লেভেল রিহ্যাবিলিটেশন, স্পোর্টস মেডিসিন, পেইন ম্যানেজমেন্ট, ওয়ার্ক ইনজুরি ও বার্ধক্যজনিত পুনর্বাসন-সব ক্ষেত্রেই এ চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় হাজারও মানুষ আবার কর্মজীবনে ফিরে আসছেন, হাঁটছেন, হাসছেন, বাঁচছেন।

* দিবসের বার্তা

▶ ব্যথা ও প্রতিবন্ধিতায় আক্রান্ত প্রতিটি মানুষ যেন সঠিক পুনর্বাসন চিকিৎসা পায়।

▶ পরিবার ও সমাজ যেন শারীরিক সীমাবদ্ধতায় ভোগা মানুষকে অবহেলা নয়, সহযোগিতার চোখে দেখে।

▶ সরকার, চিকিৎসক ও সমাজকর্মীরা মিলে যেন ফিজিক্যাল মেডিসিনকে আরও শক্তিশালী করে তোলেন।

লেখক : ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম