Logo
Logo
×

জাতীয়

দেশে প্রতি পাঁচজনের একজন আর্থ্রাইটিস রোগে আক্রান্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম

দেশে প্রতি পাঁচজনের একজন আর্থ্রাইটিস রোগে আক্রান্ত

প্রতীকী ছবি

আর্থ্রাইটিস নামে পরিচিত বাতরোগ মূলত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহ। এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করে। অধিকাংশ ক্ষেত্রে এটি প্রবীণদের মধ্যেই বেশি দেখা যায়। 

গবেষণায় দেখা যায়, প্রতি পাঁচজনের একজন এই রোগে আক্রান্ত। এমন পরিস্থিতিতে আর্থ্রাইটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে বিভিন্ন দেশের মতো রোববার (১২ অক্টোবর) বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস-২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘আপনার স্বপ্ন অর্জন করুন।’ যার মূল উদ্দেশ্য বাত ও পেশিবহুল রোগে (আএরএমডি) আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করা। 

দিবসটি সম্পর্কে সচেতনতা তৈরিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশে রিউমাটোলজি সোসাইটির উদ্যোগে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

আর্থ্রাইটিসের সবচেয়ে সাধারণ ধরন হলো অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মূলত অনেকগুলো ধরনের সমন্বিত রূপ। প্রায় ২০০ ধরনের আর্থ্রাইটিস সমস্যার কথা জানা যায়। তবে কিছু সাধারণ ধরন খুব বেশি পরিচিত।

সাধারণত বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। মা-বাবা, ভাই-বোনদের আর্থ্রাইটিসের ইতিহাস থাকলে ঝুঁকির মাত্রা বেড়ে যেতে পারে। অন্যদিকে গাউটে আক্রান্ত অধিকাংশই পুরুষ। তা ছাড়া আগে থেকে কোনোভাবে জয়েন্টে আঘাতপ্রাপ্ত থাকলেও অতিরিক্ত স্থূলতা এই ব্যাধির সম্ভাব্যতা বাড়িয়ে দেয়। যদিও প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তবে কেউ আক্রান্ত হয়ে গেলে কিছু বিষয় সাময়িকভাবে অবস্থার উন্নতি সাধন করতে পারে। ওষুধ ব্যবহারের চেয়ে দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের পদ্ধতির দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করলে এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমন প্রাকৃতিক প্রতিকারের ক্ষেত্রে একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যাভ্যাস তৈরি করা। নিয়মিতভাবে যথাযথ ব্যায়াম করা, ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করা, অ্যালকোহল গ্রহণ না করা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম