Logo
Logo
×

নাটক

গোপনে ভিডিও পোস্ট করে ডলার কামানো কতটুকু নৈতিক: নিলয় আলমগীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম

গোপনে ভিডিও পোস্ট করে ডলার কামানো কতটুকু নৈতিক: নিলয় আলমগীর

নিলয় আলমগীর। ফাইল ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর শুটিং ইউনিটের শিল্পী–কলাকুশলীদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোনো নিয়মের তোয়াক্কা না করেই অনুমতি ছাড়াই ইচ্ছেমতো ভিডিও করে শুটিং কিংবা শুটিংয়ের পেছনের গল্পের ভিডিও করছেন। সেগুলো কেউ সজ্ঞানে, কেউ নীরবে নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করে ডলার আয় করছেন। কিন্তু দিনশেষে ক্ষতির মুখে পড়ছেন প্রযোজক— এমনটাই মনে করছেন অভিনেতা। এ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

সামাজিক মাধ্যমে নিলয় আলমগীর একটি পোস্টে লিখেছেন—এমন ভিডিওর ঘটনায় কোনো প্রযোজক যদি আইনি পদক্ষেপ নেন, তাহলে বিপদে পড়বেন কারা? ‘নাটকের প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক তৈরি করেন। ইউটিউব, ফেসবুক, টিভি, ব্র্যান্ডিং থেকে সেই টাকা ওঠানোর চেষ্টা করে থাকেন। তিনি বলেন, সেই নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালক, সহকারী পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন, লাইটগ্রাফার, মেকআপ, হাউস, স্ক্রিপ্টরাইটার, ফটোগ্রাফারসহ সংশ্লিষ্ট সব পেশার মানুষকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। কিন্তু শুটিংয়ে এসে সেই শিল্পী–কলাকুশলীরা নিয়মের কোনো তোয়াক্কা না করেই ইচ্ছেমতো ভিডিও করতে থাকেন। এ কথা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। 

নিলয় আরও বলেন, পারিশ্রমিক দেওয়ার পরও শুটিং চলাকালীন কেউ কেউ নাটকের বিটিএস (বিহাইন্ড দ্য সিন) শুটিং করেন। সেগুলো, তারা ফেসবুক আইডি বা পেজে পোস্ট করে ডলার কামানোর চেষ্টা করেন। ব্যাপারটা কতটুকু নৈতিক?

অভিনেতা বলেন, যারা ভিডিও করছেন, তাদের জিজ্ঞেস করলে বলে প্রমোশন করছি। এই প্রমোশন নাটকের প্রযোজকের জন্য কতটুকু লাভজনক, সেটি প্রযোজকই ভালো জানেন। প্রমোশন করতে হলে প্রযোজক নিজে বলবেন অথবা তাদের নিজের চ্যানেল বা পেজে প্রমোশন করবেন। নিলয় বলেন, প্রমোশনের নামে শুটিংয়ের ভিডিও দিয়েই অনেকে গোপন চ্যানেল তৈরি করেছেন। সেখান থেকেও তারা আয়ও করছেন। 

অভিনেতা বলেন, শুটিং ইউনিটের কেউ কেউ সিক্রেট চ্যানেল ওপেন করেছেন, সেই বিটিএস দিয়ে। খোঁজ নিলে দেখা যাবে তারা সহকারী পরিচালক অথবা ডিওপির সহকারী। তারা নিজেরা শুটিং সেট থেকে বিটিএস কালেক্ট করতে না পারলে আর্টিস্টদের আইডি বা পেজ থেকে বিটিএস কালেক্ট করে তাদের সিক্রেট চ্যানেলে দিচ্ছেন। যে যেটাই করছেন, তাতে ক্ষতি হচ্ছে প্রযোজকের। এখন কোনো প্রযোজক যদি আইনি পদক্ষেপ নেন, তাহলে বিপদে পড়বেন কারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম