অবৈধ কারখানা না চালানোর দাবি বিজিএমইএর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মিরপুরের শিয়ালবাড়ীতে ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিজিএমইএ। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার নজরের বাইরে গিয়ে কোনো অবৈধ কারখানা যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার এক বিবৃতিতে বিজিএমইএ জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে, সেগুলো বিজিএমইএ সদস্য নয়। এমনকি কোনো স্বীকৃত শিল্প সংস্থার সঙ্গে সম্পর্কিত নয় এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের আওতায়ও পড়ে না। তাই এই ইউনিটগুলো বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অংশ নয়। আগামীতে যাতে এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশা করি।
বিবৃতিতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডটি একটি কেমিক্যাল গুদামে শুরু হয়। বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া নিকটবর্তী প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, যার ফলে দুঃখজনকভাবে প্রাণহানির ঘটনা ঘটে। বিজিএমইএ শিল্পে সর্বোচ্চ মানের কমপ্লায়েন্স বজায় রাখার বিষয়ে প্রতিশ্র“তিবদ্ধ। এ বিষয়ে সরকারের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করে, যাতে কোনো অবৈধ কারখানা নিয়ন্ত্রক সংস্থার নজরের বাইরে কার্যক্রম পরিচালনা করতে না পারে।
