Logo
Logo
×

অর্থনীতি

দুই মাস পর পুঁজিবাজারে গতি বাড়ল সাপ্তাহিক লেনদেনে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

দুই মাস পর পুঁজিবাজারে গতি বাড়ল সাপ্তাহিক লেনদেনে

ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা দুই মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি ফিরেছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) সূচক ও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা তার আগের সপ্তাহের ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। এরপর থেকে এক্সচেঞ্জটির লেনদেন ক্রমান্বয়ে কমতে থাকে। পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন নেমে আসে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকায়, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) কমে দাঁড়ায় ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) লেনদেন হয় ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) লেনদেন দাঁড়ায় ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকায়।

এরপরের সপ্তাহে (৫ থেকে ৯ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয় ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসাবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের তুলনায় কম ছিল। পরের সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে দাঁড়ায় ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকায় নেমে আসে। তবে সদ্য সমাপ্ত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। 

সাপ্তাহিক বাজারদরের পর্যালোচনায় দেখা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টি কোম্পানির দর বেড়েছে, ১৭৯টির কমেছে এবং ৩৬টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের কারণে গত সপ্তাহে ডিএসইর সব সূচক নিম্নমুখী ছিল। প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে নেমেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম