বাংলা কিউ আর কোডভিত্তিক লেনদেন বাড়ানোর পদক্ষেপ
ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের হিসাবে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো হবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:৪৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নগদ অর্থের লেনদেন কমাতে ও ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে বাংলা কিউ আর কোডভিত্তিক লেনদেন বাড়ানোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের বাংলা কিউ আর কোডভিত্তিক লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের হিসাবে স্থানান্তর করতে হবে। অন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে বাংলা কিউ আর কোডভিত্তিক লেনদেনের অর্থ তাদের হিসাবে জমা করার সময়সীমা নির্ধারণ করতে পারবে। এ ক্ষেত্রে দুপক্ষের সম্পর্ক ও ঝুঁকি বিবেচনায় নিয়ে অর্থ স্থানান্তরের সীমা নির্ধারণ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক ২৪ নভেম্বর বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডর প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৫ ডিসেম্বরের মধ্যে আলোচ্য অবকাঠামো গড়ে তুলতে হবে। ওই সময়ের পর থেকেই বাংলা কিউ আর কোডভিত্তিক লেনদেনের অর্থ দ্রুত গ্রাহকের হিসাবে স্থানান্তর করতে হবে। লেনদেনের ক্ষেত্রে নগদ অর্থের ব্যবহার কমাতেই কেন্দ্রীয় ব্যাংক এমন পদক্ষেপ নিয়েছে।
সার্কুলারে বলা হয়, নগদ অর্থের লেনদেন কমাতে ও ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক নানামুখী উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বাংলা কিউ আর কোডভিত্তিক লেনদেন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
