আরও ১৪ কোটি ৯০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নিলামের মাধ্যমে আরও ১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, বাজারে বর্তমানে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি থাকায় রপ্তানিকারক ও প্রবাসী আয়ের স্বার্থ রক্ষা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত মোট ২৬৬ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়েছে।
সর্বশেষ ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে, যেখানে প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা।
এর আগে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে ডলার কিনেছে। ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার এবং ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার কেনা হয়। পরবর্তী সময়ে ৭, ১০, ১৪ ও ২৮ আগস্ট এবং ২, ৪, ৯, ১৫ ও ২২ সেপ্টেম্বর, ৬, ৯ ও ২৪ অক্টোবর এবং সর্বশেষ ৯ ডিসেম্বর বিভিন্ন দরে উল্লেখযোগ্য পরিমাণ ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

