Logo
Logo
×

আনন্দ নগর

চার স্তম্ভে দাঁড়িয়ে ‘ভাসানে উজান’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার স্তম্ভে দাঁড়িয়ে ‘ভাসানে উজান’

ছবি: সংগৃহীত

তারুণ্যনির্ভর নাট্যদল বিবেকানন্দ থিয়েটার এবার মঞ্চে নিয়ে আসছে তাদের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। এতে একক অভিনয় করবেন মো. এরশাদ হাসান। রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আজ সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের একক অভিনয়ের পথিকৃৎ, বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। আধুনিক জীবনের টানাপোড়েন, মানবমনের অন্তর্দহন, সম্পর্কের সংকট ও ব্যক্তিগত নৈঃসঙ্গ-এ চারটি স্তম্ভে দাঁড়িয়ে নির্মিত এ নাটক। যেখানে ফুটে উঠেছে মানুষের আত্মজিজ্ঞাসা ও অস্তিত্ব সংকটের চিত্র। দস্তয়ভস্কির মনস্তাত্ত্বিক গভীরতাকে নতুন ভাষায় ও সমসাময়িক প্রেক্ষাপটে উপস্থাপন করেছে এ নাটকটি। এ প্রসঙ্গে নির্দেশক বলেন ‘দস্তয়ভস্কির গল্পের মনস্তত্ত্ব, অপূর্ব দা’র নাট্যরূপ এবং দক্ষ অভিনেতা এরশাদ হাসানের একক অভিনয়ের শক্তিশালী উপস্থিতি মিলিয়ে ‘ভাসানে উজান’ আমাদের জন্য এক চ্যালেঞ্জিং নির্মাণযাত্রা। আশা রাখি, নাটকটি দর্শকদের চিন্তা, অনুভব ও আত্মদর্শনের নতুন দরজা খুলে দেবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম