Logo
Logo
×

বিনোদন

সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়: পপি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়: পপি

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন রুপালি পর্দার বাইরে আছেন। ব্যক্তিগত কারণে তিনি মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীকে কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। দীর্ঘ আড়ালের পর ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে ভক্তদের সামনে আসেন পপি। সেই সময় তিনি শুধু বলেছিলেন— ভাগ্য থাকলে আবার ফিরব। 

দীর্ঘ বিরতি শেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বামী ও সন্তান নিয়ে আবার প্রকাশ্যে আসেন অভিনেত্রী। ঘটনাসূত্রে জানা যায়, পারিবারিক বিরোধে থানায় জিডি হলে প্রকাশ্যে আসে তার বিয়ে ও সন্তানের খবর। বর্তমানে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাদিকা পারভিন পপি। 

অভিনেত্রী বলেন, যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিত, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনো শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত।

জীবনের কঠিন বাস্তবতার কথা উল্লেখ করে পপি বলেন, পরিবারের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে বাস্তবতার মুখোমুখি হয়েছি। তাই বলতে দ্বিধা নেই— নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। 

অভিনেত্রী বলেন, কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। একসময় ভেবেছিলাম সবাই আমার। পরে দেখলাম কেউ-ই আর আমার নয়। সেই কঠিন সময়ে আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিল। তার সমর্থনেই পথচলা সহজ হয়েছে বলে জানান পপি।

অভিনেত্রী বলেন, এখন এতকিছু বলা সম্ভব নয়। আপাতত অভিনয় করছি না, সংসার নিয়েই ব্যস্ত আছি। 

উল্লেখ্য, সাদিকা পারভিন পপি অভিনীতি সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। এ ছাড়া পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ আবার শুরু হবে বলে জানা গেছে। তবে পপি অভিনয়ে ফিরবেন কিনা, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম