Logo
Logo
×

বিনোদন

গুমরে উঠলেন ঋতুপর্ণা, কোন কষ্ট বুকে চাপা দিলেন অভিনেত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

গুমরে উঠলেন ঋতুপর্ণা, কোন কষ্ট বুকে চাপা দিলেন অভিনেত্রী

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কাজের ব্যস্ততায় গত কয়েক বছরে অনেক কিছু বদলে গেছে। বিশেষ করে গত তিন মাসে একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে তার। চেষ্টা করেছেন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে। কিন্তু এ মুহূর্তে চলছে ঢাকবাজনা। আর পূজা মানেই তার কাছে চার দিন জমিয়ে খাওয়াদাওয়া আর আড্ডা দেওয়া। কোনো বাধা নেই। কিন্তু মায়ের আদর, ভালোবাসায় কোনো পরিবর্তন হয়নি। আজ মা নেই। কয়েক মাস হলো মাকে হারিয়েছেন অভিনেত্রী। দুর্গাপূজার আগে বারবার নিজের মায়ের কথা মনে পড়ছে তার।

ঋতুপর্ণা বলেন, মা নেই। এখনো এ কথা ভাবলে মন হু হু করে কেঁদে ওঠে। এ বছরের দুর্গাপূজা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। পূজার আনন্দ এবার একেবারেই ফিকে। বারবার মায়ের কথাই মনে পড়ে যাচ্ছে তার।

সফল অভিনেত্রী পরিবারকেও যে খুব বেশি সময় দিতে পারেন তা নয়। কিন্তু পূজার কয়েকটা দিন ঋতুপর্ণার কাছে তার মায়ের একটাই প্রশ্ন থাকত— কখন দেখা করতে আসবেন তিনি? অভিনেত্রী বলেন, পূজার সময় মায়ের একটাই প্রশ্ন থাকত— আমি কখন আসব? এখন আর মা বলারই কেউ নেই। সব নিভে গেল। মা বলতেন ‘দেখ তো এই রঙের শাড়িটা তোর পছন্দ কিনা।’ ওই শাড়িটা তো আর কোনো দিন পাব না।

ঋতুপর্ণা বলেন, এই চার দিন আমি আসব। আমাদের কমিউনিটি হলে একসঙ্গে বসে খাওয়াদাওয়া করব। এ অপেক্ষাতেই থাকতেন মা। আমরা একসঙ্গে পূজায় বিভিন্ন অনুষ্ঠান দেখতাম। ঢাকবাজানো উপভোগ করতাম। ছোটদের আদর করতেন মা। সেগুলো মনে পড়বে বারবার।

মায়ের স্মৃতি আঁকড়ে প্রতিটা দিন কাটাচ্ছেন অভিনেত্রী। বাবা চলে যাওয়ার পর তার ভাই মহালয়ার সকালে তর্পণ করতে যান। এবার থেকে কি ঋতুপর্ণাও তর্পণ করবেন? অভিনেত্রী বলেন, ভাই করত বাবা চলে যাওয়ার পর। তর্পণ মানে পূর্বপুরুষদের পানি দেওয়া। আমি তো এখনো ভাবতেই পারছি না— মা নেই। তাই তর্পণের কথা ভাবতে পারছি না। সম্ভবত এ বছরের পূজাটা বিদেশেই কাটাবেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম