দেব অধিকারী ও প্রসেনজিৎ চ্যাটার্জী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এবারের দুর্গাপূজায় টালিউডে চারটি সিনেমা মুক্তি পেতে চলেছে। এর মধ্যে অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’ একটি। সেই উপলক্ষে গতকাল শনিবার হয়ে গেল ট্রেলার মুক্তির অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই প্রথমবারের মতো দর্শকদের টিকিট কেটে ট্রেলার দেখার সিস্টেম তৈরি করেন অভিনেতা। দেবের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একই সঙ্গে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’ও পূজায় মুক্তি পেতে চলেছে।
শুধু উপস্থিতই ছিলেন না, তিনি দেবকে ‘ছোটভাই’ হিসেবে উল্লেখ করে তার ভূয়সী প্রশংসাও করেন। প্রসেনজিৎ বলেন, আমি আজ এখানে এসেছি দুজন মানুষের জন্য। একজন আমার ছোটভাই দেব। তার সিনেমা আগামী ৩০ বছরও যেন দর্শকদের একইভাবে আনন্দ দিতে পারে। দেব আরও ৩০ বছর রাজত্ব করুক।
এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘রঘু ডাকাত' শুধু দেবের সিনেমা নয়, এটা আমাদের সবার সিনেমা। আমরা এখানে বাংলা সিনেমার উৎসব করতে এসেছি। ব্যক্তিগতভাবে আমার পথচলার ৪২ বছর।
বাংলা সিনেমার প্রতি প্রসেনজিতের ভালোবাসা ও সমর্থন নতুন কোনো ঘটনা নয়। তিনি বলেন, পূজাতে চারটি বাংলা সিনেমা আসছে। আপনারা সবকটি সিনেমাই দেখবেন। বাংলা সিনেমা যেন সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

