|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান। অভিনেত্রী রাফিয়াদ রশীদ মিথিলার সঙ্গে দীর্ঘসময় প্রেমের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০০৬ সালে। এরপর তাদের ঘরে আসে একটি কন্যাসন্তান। কিন্তু ১১ বছর পর ২০১৭ সালে এ দম্পতির মধ্যে সম্পর্কের অবসান ঘটে। বিচ্ছেদের ঘণ্টা বাজে তাদের সংসাসে।
মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান মিথিলা। অভিনেত্রীর এরপর বছরদুয়েক একা থেকে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। মেয়েকে নিয়ে সেখানেই গড়েন আবাস। অন্যদিকে দীর্ঘদিন একা থেকে চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবাসী রোজা নামে এক রূপসজ্জাকরকে বিয়ে করেন তাহসান। এগুলো সবই পুরোনো খবর। চলতি সপ্তাতে তাহসান আবারও আলোচনায় এসেছেন।
বছরখানেক আগে তিনি ছেড়েছেন অভিনয়। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় এক কনসার্টে দাঁড়িয়ে বলেছেন, ‘এটাই তার শেষ কনসার্ট’। অর্থাৎ এবার গানকেও ‘গুডবাই’ জানাচ্ছেন তিনি। কারণ হিসাবে জানিয়েছে ‘মেয়ের বড় হওয়া’। তাহসানের এ সিদ্ধান্ত নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, ঠিক তখন দৃশ্যপটে আবারও হাজির মিথিলা। হুট করেই সংবাদমাধ্যমে বলেছেন, সাবেক স্বামী তাহসানের দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছিলেন তিনি। কেন এতদিন পর এমন মন্তব্য? গুঞ্জন রয়েছে, সৃজিতের সঙ্গে তার বনিবনা চলছে না। মেয়েকেও কলকাতা থেকে ঢাকায় নিয়ে এসে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। অর্থাৎ কলকাতা ছাড়ছেন মিথিলা। এর মানে সৃজিতও হয়তো কোনো একসময় তার জীবন থেকে অতীত হয়ে যাবে।
এ কারণে পুরোনো স্মৃতি হাতড়ে নিজের মনকে সান্ত্বনা দিতে চাইছেন, অর্থাৎ, তাহসানেই টান বাড়ছে মিথিলার। কিন্তু হলে কী হবে, সে তো এখন অন্যের বাহুডোরে বন্দি। যদিও এসবই গুঞ্জন। এদিকে মিথিলা সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর এবারই প্রথম ডক্টর উপাধি সঙ্গে নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেত্রী। মিথিলা জানান, পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে। এদিকে নারী ও শিশু অধিকার বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী মিথিলা। কাজ করছেন ব্র্যাক ইন্টারন্যাশনালে।
