Logo
Logo
×

বিনোদন

শুরু হচ্ছে পাকিস্তান আইডল ২০২৫

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম

শুরু হচ্ছে পাকিস্তান আইডল ২০২৫

পাকিস্তানের সবচেয়ে বড় সঙ্গীত উৎসব ‘পাকিস্তান আইডল ২০২৫’ এক জমকালো আয়োজনে আজ শনিবার (৪ অক্টোবর ২০২৫) যাত্রা শুরু করছে। দেশের শীর্ষ বিনোদন চ্যানেল জিও টিভি-তে শুরু হচ্ছে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।

পাকিস্তান আইডলের এক মুখপাত্র জানান, সুক্কুর, মুলতান, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ ও করাচি থেকে হাজারো প্রতিভাবান তরুণ-তরুণী অডিশনে অংশ নিয়ে তাদের সুরেলা কণ্ঠে বিচারকদের মুগ্ধ করেছেন। হাজারও অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন কয়েকশো প্রতিযোগী, যারা এখন মঞ্চ মাতাতে প্রস্তুত।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এ বছরের অডিশনে অংশ নিয়েছেন কিছু প্রতিবন্ধী তরুণও, যারা সঙ্গীতের প্রতি তাদের অসাধারণ আবেগ ও দৃঢ়তা প্রদর্শন করেছেন।পাকিস্তানের নানা প্রান্তের এই বৈচিত্র্যময় কণ্ঠ এখন স্বপ্ন আর বাস্তবতার মিলন ঘটানোর যাত্রা শুরু করবে।

এবারের আসরের বিচারক মণ্ডলীতে রয়েছেন পাকিস্তানের চারজন তারকা শিল্পীউস্তাদ রাহাত ফতে আলি খান, ফাওয়াদ খান, জেব বঙ্গাশ ও বিলাল মকসুদ। তাদের মূল্যায়ন, সিদ্ধান্ত ও উপস্থিতি প্রতিযোগিতাকে নতুন মাত্রা যোগ করবে। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শফাত আলী। হাস্যরস ও উচ্ছ্বাসে মঞ্চকে মুখর করে তুলতে তার সুনাম রয়েছে।

এই আসর থেকে নতুন মুখ ও কণ্ঠ হয়ে উঠবেন পাকিস্তানের পরবর্তী সঙ্গীত তারকা।

জিও টিভিতে পাকিস্তান আইডল প্রচার হবে প্রতি শনিবার ও রোববার রাত ৮টায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম