Logo
Logo
×

বিনোদন

বাবা-মা হওয়ার অনুভূতি জানালেন ক্যাটরিনা-ভিকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

বাবা-মা হওয়ার অনুভূতি জানালেন ক্যাটরিনা-ভিকি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি বাবা-মা হয়েছেন। আর অভিনেত্রীকে সন্তান হওয়ার পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি। গত ৭ নভেম্বর পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সেই থেকে আড়ালে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে ভিকি কৌশল এসেছিলেন। বাবা হওয়ার অনুভূতি কেমন জানালেন অভিনেতা।

বাবা হওয়ার পর খুশি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না বলে জানান ভিকি কৌশল। অভিনেতা বলেন, এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম— এই দিনটি যেদিন আসবে, হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। আসলে এ মুহূর্তে যেন মাটির মানুষ করে দিল আমাকে। 

ভিকি কৌশল বলেন, এখনো ছেলের নাম ঠিক করেননি তারা। ছেলেকে প্রকাশ্যেও আনেননি। তবে খুব শিগগির ছেলের নাম ঘোষণা করবেন বলে জানান তিনি।

এদিকে বিয়ের পর থেকেই হাতেগোনা কাজ করছিলেন ক্যাটরিনা কাইফ। গত দুই বছরে একটি সিনেমাও হাতে নেননি তিনি। সন্তান আগমনের অপেক্ষায় সে জন্য অভিনেত্রীকে প্রকাশ্যে দেখা যায়নি।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই সময় স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন— আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম