Logo
Logo
×

বিনোদন

আসছে অপূর্ব-তটিনীর নতুন নাটক

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:২৮ পিএম

আসছে অপূর্ব-তটিনীর নতুন নাটক

জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। ঈদের আগে এ দুই অভিনয়শিল্পী জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছিলেন। নাম ফিরে আসা। 

নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এটির গল্প ভাবনা অপূর্বর। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। 

নির্মাতা জানিয়েছেন, ১৫ জুন নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। 

এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘একই সময়ে পরপর দুটি নাটকে অভিনয় করেছিলাম। দুটি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে সেই ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে। আর আমার শতভাগ চেষ্টাতো থাকেই সবসময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। একটি কাজতো এরইমধ্যে অনেক সাড়া ফেলেছে। আশা করছি ফিরে আসাও দর্শকের মধ্যে সাড়া ফেলবে।’ 

তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়া খুবই সাপোর্টিভ মানুষ। তারসঙ্গে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুব ভালো হয়। পরপর দুটি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরো অনেক কিছু র্শিখতে পেরেছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম