|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের কালজয়ী অভিনেত্রী মিনা কুমারী, যিনি ‘ট্র্যাজেডি কুইন’ নামে সমধিক পরিচিত। এবার তার জীবন কাহিনী উঠে আসছে রূপালি পর্দায়। এই বায়োপিক নির্মাণ করছেন পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা। তিনি এর স্বত্ব কিনেছেন সারেগামা ও আমরোহি পরিবার থেকে যৌথভাবে।
সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই বলিউডে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশাল বাজেটের এই প্রজেক্টে মিনা কুমারীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানিকে।
জানা গেছে, কিয়ারা ইতোমধ্যে ছবির চিত্রনাট্য শুনেছেন এবং তা তার বেশ পছন্দও হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি। যদি তিনি এই প্রজেক্টে যুক্ত হন, তবে এটি হতে পারে মাতৃত্বকালীন বিরতির পর তার প্রথম সিনেমা। ফলে ভক্তদের জন্য এটি কিয়ারার বহুপ্রতীক্ষিত প্রত্যাবর্তন হয়ে উঠবে।
মিনা কুমারীর জীবনের আবেগঘন, জটিল এবং বেদনাবিধুর দিকগুলো ফুটিয়ে তোলাই হবে এই সিনেমার মূল চ্যালেঞ্জ। নির্মাতারা মনে করছেন, কিয়ারার মধ্যে রয়েছে সেই গভীর আবেগ ও অভিনয় দক্ষতা, যা এই চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম।
'ওয়ার ২' এবং 'টক্সিক'-এর মতো বড় প্রজেক্টের পর মিনা কুমারীর চরিত্রে অভিনয়ের সুযোগ নিঃসন্দেহে কিয়ারার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করবে।
এদিকে সিনেমাটি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে—কামাল আমরোহির চরিত্রে কে অভিনয় করবেন? স্বামী কামাল আমরোহির সঙ্গে মিনা কুমারীর সম্পর্ক ছিল অত্যন্ত জটিল ও আবেগময়। তাই এই চরিত্রটিতে কে রূপদান করবেন এবং কিয়ারার সঙ্গে তার রসায়ন কেমন হবে, সেটাই নির্ধারণ করবে সিনেমার আবহ ও সাফল্যের বড় একটি অংশ।
