Logo
Logo
×

বিনোদন

বাবার জন্য দোয়া চাইলেন পিয়া জান্নাতুল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০২:০৬ পিএম

বাবার জন্য দোয়া চাইলেন পিয়া জান্নাতুল

ছবিটি পিয়া জান্নাতুলের ফেসবুক পেজ থেকে নেওয়া

গত ২৩ জুন বাবা হারান আলোচিত মডেল, অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। ওই দিন সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ বাবা। বিষয়টি সেদিনই জানিয়েছিলেন এ অভিনেত্রী।

এদিকে, মৃত বাবার জন্য দোয়া চেয়ে এক আগেবঘন পোস্ট দিয়েছেন পিয়া। বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পিয়া লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আব্বু মাহমুদ হাসান চৌধুরী, ২৩ জুন ২০২৫ বিকেল ৫টা ১৫ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। বুঝে উঠতে পারছি না কী লিখবো...আব্বুর এমন হঠাৎ চলে যাওয়ার জন্য আমি কখনোই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। হয়তো কেউই কখনো প্রস্তুত থাকে না—বাবা-মা হারানোর জন্য কেউই কখনো সত্যিকারেরভাবে প্রস্তুত থাকে না।

তিনি আরও লেখেন, ‘সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আব্বুকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার কবরকে শান্তিময় ও নূরে ভরে তুলেন।’

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম