Logo
Logo
×

বিনোদন

‘সোলো লেভেলিং’র লাইভ-অ্যাকশন সিরিজ আনছে নেটফ্লিক্স, প্রধান চরিত্রে বিয়ন উ-সিয়ক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম

‘সোলো লেভেলিং’র লাইভ-অ্যাকশন সিরিজ আনছে নেটফ্লিক্স, প্রধান চরিত্রে বিয়ন উ-সিয়ক

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান ফ্যান্টাসি ওয়েবনভেল ও ওয়েবটুন ‘সোলো লেভেলিং’ এবার লাইভ-অ্যাকশন সিরিজ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নেটফ্লিক্সে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা বিয়ন উ-সিয়ককে নেওয়া হয়েছে এই সিরিজের প্রধান চরিত্র সং জিন-উ-র ভূমিকায়। বৃহস্পতিবার (১১ জুলাই) নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।

সোলো লেভেলিং শুরু হয়েছিল কাকাওপেজে ওয়েবনভেল হিসেবে; পরে এটি ওয়েবটুন, অ্যানিমেশন ও ভিডিও গেমে রূপ নেয়। বর্তমানে এটি একটি গ্লোবাল ফ্যানডম গড়ে তোলা আইপি (ইন্টেলেকচুয়াল প্রপার্টি)। গাজা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ নানা অঞ্চলের দর্শকের কাছেই এটি তুমুল জনপ্রিয়।

গল্পটি ঘুরে দাঁড়ানো এক দুর্বল হান্টার সং জিন-উ-কে কেন্দ্র করে, যিনি ‘ই র‍্যাঙ্ক’–এর সবচেয়ে নিচের স্তরের যোদ্ধা হিসেবে যাত্রা শুরু করলেও এক মরণাপন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে অবিশ্বাস্য ক্ষমতা অর্জন করেন। ধাপে ধাপে নিজের দক্ষতা বাড়িয়ে তিনি হয়ে ওঠেন মানবজাতির রক্ষক, যিনি রহস্যময় ‘গেট’-এর ভেতর থেকে আসা ভয়ংকর দানবদের প্রতিরোধ করেন।

প্রকাশের পর থেকেই কাকাওপেজে সোলো লেভেলিং ওয়েবনভেল ও ওয়েবটুন হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। এখন পর্যন্ত এর বিশ্বব্যাপী ভিউ সংখ্যা ছাড়িয়েছে ১৪.৩ বিলিয়ন। ২০২৫ সালের ক্রাঞ্চিরোল অ্যানিমেশন অ্যাওয়ার্ডসে ৯টি বিভাগে পুরস্কার অর্জন করে—যার মধ্যে ছিল সেরা অ্যানিমেশন, সেরা অ্যাকশন ও সেরা চরিত্র বিভাগ।

আসন্ন লাইভ-অ্যাকশন সিরিজটি নির্মিত হচ্ছে বিশ্বমানের ভিএফএক্স টিমের সহায়তায়। থাকছে রোমাঞ্চকর মিশন, অ্যাকশনধর্মী যুদ্ধদৃশ্য এবং কল্পনার ডানজিয়নে ভয়ংকর দানবদের উপস্থিতি—যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

সিরিজটিতে সং জিন-উ চরিত্রে অভিনয় করছেন বিয়ন উ-সিয়ক। এ অভিনেতা ‘টুয়েন্টি সেনচুরি গার্ল’ ও ‘লাভলি রানার’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। ‘মানচিতনাম’ ( ম্যানহোয়া থেকে উঠে আসা নায়কের মতো চেহারা) খ্যাত এই অভিনেতা এবার জিন-উ-র উত্তরণ এবং দুর্ধর্ষ যাত্রাকে বাস্তবতায় রূপ দেবেন।

সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন লি হে-জুন ও কিম বিইং-সিও, যারা ‘অ্যাশফল’, ‘কাস্টওয়ে অন দ্য মোন’ ও ‘কোল্ড আইস’-এর মতো সিনেমা উপহার দিয়ে খ্যাতি অর্জন করেন। সিরিজটি প্রযোজনা করছে কাকাও এন্টারটেইনমেন্ট ও সানাই পিকচার্স।

নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে, সোলো লেভেলিং লাইভ-অ্যাকশন রূপে নতুন এক মানদণ্ড তৈরি করবে এবং এটি হতে যাচ্ছে তাদের অন্যতম আকর্ষণীয় প্রজেক্ট। মুক্তির তারিখ এখনো ঘোষণা না হলেও শিগগিরই আনুষ্ঠানিক ট্রেলার ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম