Logo
Logo
×

বিনোদন

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত: মিথিলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৭:১১ পিএম

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত: মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা দেশ শোকাহত। স্বাধীনতা-পরবর্তী সময়ে এত প্রাণঘাতী বিমান দুর্ঘটনার নজির বাংলাদেশে আর দেখা যায়নি। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১, আহত দেড় শতাধিক। হাসপাতালগুলোতে চলছে আহতদের চিকিৎসা। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার পর থেকেই শোক প্রকাশ করছেন দেশের তারকারা ও সাধারণ মানুষ। অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা এক ফেসবুক পোস্টে জানান, তিনি এ ঘটনায় গভীরভাবে মর্মাহত।

মিথিলা লেখেন, ‘মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারানো ছোট ছোট বাচ্চাগুলোর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। প্রতিটি শিশু, তাদের বাবা-মা পরিবার ও শিক্ষকদের জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার আকাশে উড্ডয়নরত বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় স্কুল ভবন ও বিমানে। যেখানে বিমানটি পড়ে, সেই ভবনে বহু শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। এদের অনেকেই প্রাণ হারিয়েছে, বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

এই মর্মান্তিক দুর্ঘটনা যেন গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এখনো অনেক পরিবার প্রিয়জনকে খুঁজে ফিরছে। ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি জনগণের নিরাপত্তা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে।

ঘটনাপ্রবাহ: উত্তরায় বিমান বিধ্বস্ত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম