Logo
Logo
×

বিনোদন

মিথিলাকন্যা আইরাকে নিয়ে আবেগঘন পোস্ট সৃজিতের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম

মিথিলাকন্যা আইরাকে নিয়ে আবেগঘন পোস্ট সৃজিতের

টালিউড পরিচালক সৃজিত মুখার্জি সম্পর্কে আইরার বাবা। সে কারণে মিডিয়ায় মেয়ের প্রথম কাজে ভীষণ খুশি তিনি। মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি তিনি। ‘আমার রকস্টার’—এভাবেই তাহসান-মিথিলাকন্যা আইরাকে ডাকলেন পরিচালক। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, দেখতে দেখতে বড় হয়ে গেল। আমি কি বুড়ো হচ্ছি জানি না। তবে চোখের সামনে সময় উড়ে গেল। 

একটি বিজ্ঞাপনে মায়ের সঙ্গে একফ্রেমে হাজির হয়েছে সাবেক তাহসান-মিথিলা দম্পতির একমাত্র কন্যা ছোট্ট আইরা। সেই ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সৃজিত মুখার্জি। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

যদিও মিথিলা-সৃজিত দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যায়, তবে আইরার সঙ্গে সৃজিতের সম্পর্কের উষ্ণতা অটুট রয়েছে। ভবিষ্যতে কি পরিচালক হিসেবে আইরাকে নিজের সিনেমায় নেবেন? এমন প্রশ্নে উত্তরে সৃজিত বলেন, আমার কোনো সিনেমায় যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায়, অবশ্যই ওকে নিতে চাইব।

রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খান দম্পতির মেয়ে আইরা ছোট থেকেই নির্মাতা সৃজিত মুখার্জির ভীষণ আদরের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই মেয়ের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নিতে দেখা যায় এ নির্মতাকে।

প্রসঙ্গত, গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল ২০০৬। এরপর তাদের সংসারে আসে আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে বিচ্ছেদের পর তাহসান-মিথিলা যৌথভাবেই মেয়ের দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে, বিচ্ছেদের দুই বছর পর সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ে হয়। আর সেই সূত্র ধরেই আইরার সঙ্গে সৃজিতের বন্ধুত্ব গড়ে উঠে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম