Logo
Logo
×

বিনোদন

‘সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না’, কেন বললেন চমক?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম

‘সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না’, কেন বললেন চমক?

রুকাইয়া জাহান চমক। ছবি: ফেসবুক

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ব্যাটারিচালিত অটোরিকশা দৌরাত্ম্য বন্ধ না হলে আগামী বছর থেকে গাড়ির ট্যাক্স দেবেন না বলে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন তিনি।

তার এই ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে চমক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’

অভিনেত্রীর এই অবস্থান নিয়ে অনেকেই তার পক্ষে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, ব্যাটারিচালিত রিকশাগুলো ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান কারণ। এছাড়া, এগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকি বাড়ায়।

অনেকে আবার মন্তব্য করেছেন, মূল সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা না হলে রাজধানীর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম