যমুনা ফিউচার পার্কের আয়োজন
শেষ হলো ডিসকাউন্ট মেলা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:০৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে ক্রেতার আগ্রহে শেষ হলো তিনদিনব্যাপী ডিসকাউন্ট মেলা। শপিংমলের ইস্ট কোর্টে ২৪ ব্র্যান্ড তাদের পণ্য ২০-৭০ শতাংশ ছাড়ে বিক্রি করেছে। এতে কম দামে পণ্য পেয়ে খুশি ছিল ক্রেতা। পাশাপাশি বিক্রি বাড়ায় ব্র্যান্ড সংশ্লিষ্টরাও সন্তুষ্ট। মেলার শেষদিন শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে যমুনা ফিউচার পার্কের আয়োজনে তারহাজ ফ্যাশন, স্ল্যাস কফি রোস্টিং কোং, হানজাল ও বুটিক্স ল্যাবের পৃষ্ঠপোষকতায় বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতারা মেলায় কেনাকাটা করতে পেরেছেন। পাশাপাশি বিশেষ ছাড়, অফারে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতা, ফ্যাশন পণ্য, কসমেটিকস, হাউজহোল্ড ও কিডস আইটেম এবং আনুষঙ্গিক সামগ্রী কিনতে পেরেছেন। অন্যদিকে এবার ডিসকাউন্ট মেলায় লাইভ মিউজিক পারফর্মেন্স এক ভিন্নমাত্রা যোগ করে। মেলায় আসা ক্রেতারা কেনাকাটার পাশাপাশি গানের ছন্দে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেন।
রামপুরা থেকে এই মেলায় আসা মো. জাহিদুল ইসলাম বলেন, শনিবার শপিংমলে কেনাকাটা করতে এসেছিলাম। এসে দেখি প্রত্যেকটি স্টলে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে স্ত্রী, দুই মেয়ে ও আমার জন্য পোশাক ও জুতা কিনেছি। দুই মেয়ে ও স্ত্রীর পোশাক ৩০ শতাংশ ছাড়ে কিনেছি। আমার শার্ট ৫০ শতাংশ ও পাঞ্জাবি ৭০ শতাংশ ছাড়ে কিনতে পেরেছি। তিনি বলেন, এমন মেলা কিছুদিন পর পর আয়োজন করা দরকার। এতে কম দামে পোশাক ও অন্যান্য পণ্য ক্রেতারা কিনতে পারবেন।
মেলায় অংশ নেওয়া লিনড ব্র্যান্ডের স্টলের দায়িত্বে থাকা প্রান্ত বলেন, শপিংমল কর্তৃপক্ষের এমন আয়োজন অনেক ফলপ্রসূ হয়েছে। এতে মেলায় ক্রেতার অংশগ্রহণ বেশি পাওয়া যায়। ক্রেতারাও ছাড় ও অফার দেখে পণ্য বেশি করে কেনে। এতে আমরা ছাড় দিয়ে বিক্রি করলেও বিক্রি বেশি হয়। তিনি জানান, স্টলে টিশার্ট ও শার্ট ৩০-৫০ শতাংশ ছাড়ে বিক্রি হয়েছে। পাশাপাশি পাঞ্জাবি, মেয়েদের ও বাচ্চাদের পোশাক সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়ে বিক্রি হয়েছে।
মেলায় আরেক ক্রেতা শারমিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বাচ্চাদের নিয়ে শপিংমলে এসেছিলাম ঘুরতে। ঘুরা ও খাওয়া দাওয়া শেষ করে মেলায় আসলাম। এসেই বিশেষ ছাড়ে বাচ্চাদের জন্য খেলনা কিনলাম। পাশাপাশি বাসার জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেছি। আর আমার পোশাক কিনেছি ৪০ শতাংশ ছাড়ে। এতে আমার কিছুটা লাভই হয়েছে।
