Logo
Logo
×

ইউরোপ

দুর্নীতি রোধে অভিনব কায়দা আলবেনিয়ায়

বিশ্বে প্রথম ‘এআই’ মন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বে প্রথম ‘এআই’ মন্ত্রী

সংগৃহীত ছবি।

মাথায় স্কার্ফ, পরনে স্কার্ট। ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন এক নারী। মুহূর্তেই খুঁজে দিচ্ছেন সরকারি সব নথিপত্র। খুব অল্প সময়ে নাগরিকদের সমস্যার সমাধান করছে। দেখতে হবহু মানুষের মতো হলেও এটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একজন মন্ত্রী। তার নাম দিয়েলা। প্রশাসনে দুর্নীতি প্রতিরোধে যুগান্তকারী এ পদক্ষেপ নিয়েছে আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন। এএফপি। ডিজিটাল এই মন্ত্র্রী সরকারি দরপত্র ব্যবস্থাপনার তদারকি করবে। নাগরিক ও ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সরকারি নথি (ডকুমেন্ট) পেতে সাহায্য করে। কণ্ঠনির্ভর নির্দেশনা বুঝে কাজ করে এই মন্ত্রী। ইলেকট্রনিক সিলমোহরসহ সরকারি কাগজপত্র ইস্যু করে, যাতে অফিসে গিয়ে লম্বা সময় অপেক্ষা করতে না হয়। এখন পর্যন্ত দিয়েলা ‘ই-আলবেনিয়া’ প্ল্যাটফর্মে ৩৬,৬০০ ডিজিটাল নথি ইস্যু করেছে। এছাড়াও প্রায় ১,০০০ সেবা নাগরিকদের দিয়েছে। সরকার এ প্রক্রিয়াকে ‘শতভাগ দুর্নীতিমুক্ত’ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গত মে মাসের নির্বাচনে বড় জয়ের পর সোশ্যালিস্ট পার্টির এক সভায় নতুন মন্ত্রিসভা উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী রামা ‘দিয়েলা’ নামের এই নতুন সদস্যের পরিচয় করিয়ে দেন। আলবেনীয় ভাষায় দিয়েলা শব্দের অর্থ ‘সূর্য’। বিশ্বজুড়ে এটিই প্রথম কোনো মন্ত্রিসভার সদস্য, যার কোনো শারীরিক অস্তিত্ব নেই। দিয়েলাকে একটি ডিজিটাল চরিত্র হিসাবে উল্লেখ করে রামা বলেন, ‘সে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং সরকারের সরকারি দরপত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।’ তিনি আরও জানান, ‘সরকারি দরপত্রগুলো এখন থেকে শতভাগ দুর্নীতিমুক্ত থাকবে এবং প্রতিটি সরকারি অর্থের ব্যবহার হবে স্বচ্ছতার আওতায়।’

প্রধানমন্ত্রী রামা সম্প্রতি চতুর্থ মেয়াদে বিজয়ী হয়ে সরকার গঠন করেছেন এবং শিগগিরই সংসদে নতুন মন্ত্রিসভা উপস্থাপন করবেন। তার অন্যতম প্রধান লক্ষ্য হলো, ২০৩০ সালের মধ্যে আলবেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা। আলবেনিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার অন্যতম প্রধান শর্তই হলো প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। সেই লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল বলকান অঞ্চলের এই দেশটি। তবে দিয়েলার সিদ্ধান্তে কি মানব পর্যায়ের তদারকি থাকবে? যদি এআই ভুল সিদ্ধান্ত নেয় তবে দায় কার হবে?-কৃত্রিম বুদ্ধিমত্তার এসব চ্যালেঞ্জ নিয়েও উঠছে প্রশ্ন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম