Logo
Logo
×

ইউরোপ

তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাশিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাশিয়ার

ইস্তান্বুলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তৃতীয় দফা আলোচনা। ছবি: আনাদোলু

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের চলমান সমাধান প্রক্রিয়ায় তুরস্কের ভূমিকার জন্য দেশটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মস্কো। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, তুরস্ক এখনো মধ্যস্থতা করে যাচ্ছে এবং রাশিয়া এটিকে অত্যন্ত মূল্যায়ন করে।

পেসকভ বলেন, তুরস্কে এখনো আমাদের সহায়তা দিচ্ছে এবং আমরা আমাদের তুর্কি বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব পরিবেশ আমরা তৈরি করতে প্রস্তুত।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার টেলিফোন আলাপের পর পেসকভের এ মন্তব্য করেন। আলোচনায় দুই নেতা প্রায় সাড়ে তিন বছরের এই যুদ্ধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন।

আলাপে এরদোগান জানান, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে আঙ্কারা নিজের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে বলা হয়, এরদোগান সরাসরি আলোচনার পথ সুগম করতে এবং শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক উদ্যোগগুলোতে আঙ্কারার অবদান রাখার প্রস্তুতির কথা তুলে ধরেন।

যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এ বছর ইস্তান্বুলে তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, যার ফলে বড় ধরনের বন্দি বিনিময় এবং সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নথি বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে।

সূত্র: আনাদোলু

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম